Header Ads

 

Teleporting Toward a Quantum Internet

আগামীর দিনগুলোতে আমরা হয়তো আর তারযুক্ত টাওয়ার কোথাও দেখতে পাবোনা , কোথাও কোনো বিদ্যুৎ এর কোনো পুল দেখতে পাবো না , এমনটাই স্বপ্ন দেখাচ্ছে নাসার বিজ্ঞানীরা , তারা মূলত বেশ কিছু বছর ধরে কোয়ান্টাম টেলিপোর্টেশন নিয়ে কাজ করতেছিলো অবশেষে তারা একটি পার্টিক্যাল (quantum byte) বা (electronic data) কে ৯৭ শতাংশ অক্ষত অবস্থায় 3.7 miles অর্থাৎ (6 kilometers) এর ভিতরে পাঠাতে সক্ষম হয়েছে। হয়তো আগামী ১০ থেকে ১২ বছরের ভেতরে আমাদের হাতের মুঠোয় কোয়ান্টাম টেলিপোর্টেশন এর টেকনোলজি পেয়ে যাবো। তাহলে বুজতেই পারছেন আগামীতে টেকনোলজি কতটা দ্রুত গতিতে এডভান্স হচ্ছে।
খবরের সোর্স (NASA)


No comments

Powered by Blogger.