JavaScript
জাভাস্ক্রিপ্ট কি?
জাভাস্ক্রিপ্ট একটি ওপেন সোর্স স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ । এটির দ্বারা যেকোন ওয়েবসাইট বা ওয়েবপেজকে জীবন্ত করা যায় । অর্থাৎ এটির দ্বারা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয় । এটিকে অনেক সময় ব্রাউজার সাইট ল্যাঙ্গুয়েজ ও বলা হয় । কারন এই ল্যাঙ্গুয়েজটি শুধুমাত্র ব্রাউজারেতে কাজ হয় বিভিন্ন ইভেন্টে এর সঙ্গে । জাভাস্ক্রিপ্টকে এন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বলা হয় । কারন এটি ল্যাঙ্গুয়েজ হওয়া স্বতেও রান হওয়ার জন্য কোন কম্পাইলেশনের প্রয়োজন হয় না । এই ল্যাঙ্গুয়েজ এর আবির্ভাব সি , সি ++ ও জাভা থেকে । সি , সি ++ ও জাভা এর সঙ্গে জাভাস্ক্রিপ্ট এর অনেক মিল থাকলেও এটি কিন্তু সম্পূর্ণ কোন ল্যাঙ্গুয়েজ নয় ।
ওয়েব সাইট দুই প্রকার স্ট্যাটিক ও ডাইনামিক ।
স্ট্যাটিক : এই ওয়েব সাইটএর ডাটা বা কনটেন্ট গুলো স্থির থাকে কোন পরিবর্তন হয় না ।
ডাইনামিক : এই ওয়েব সাইটএর ডাটা বা কনটেন্ট গুলো সর্বদা পরিবর্তন হয় । যেমন ফেসবুক ওয়েবসাইট টি আমি খুলাম একরকম দেখতে পাবো আবার আপনি যদি খোলেন আর এক রকম দেখতে পাবেন । এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ভূমিকা জাভাস্ক্রিপ্ট এর ।
আবির্ভাব :
এটি তৈরি করেছেন Brendon Eich নামে এক ব্যক্তি । তিনি নেটস্কেপ কমুনিকেশান কর্পোরেশন এর প্রোগ্রামার ছিলেন । এটির তৈরি হয় ১৯৯৫ সালে তখন এর নাম হয় Live script। পরে নাম পরিবর্তিত হয় জাভাস্ক্রিপ্টে ।
জাভা এবং জাভাস্ক্রিপ্ট কি একই ল্যাঙ্গুয়েজ :
সম্পূর্ণ ভুল ধরনা । জাভা হল একটি জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটির দ্বারা কোন ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায় না । অপর দিকে জাভাস্ক্রিপ্ট একটি সহজ স্কিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । এটির দ্বারা ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করা সম্ভব । জাভা কে রান করার জন্য কম্পাইলারের প্রয়োজন হয় । অপর দিকে জাভাস্ক্রিপ্ট HTML কোডের মধ্যে লেখা হয় । ব্রাউজারে সহজে রান করা যায় ।
জাভাস্ক্রিপ্ট দ্বারা যা করা যায় :
এই স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজটি শিখে আমরা web Development( ওয়েব ডেভেলপমেন্ট ), Desktop App Development ( ডেক্সটপ অ্যাপ ডেভেলপমেন্ট ), Mobile App Development ( মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ) করতে পারি ।
ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে :
- ওয়েব পেজে ঘড়ি তৈরি করতে পারেন ।
- ওয়েব পেজে ম্যাপ লাগাতে পারেন ।
- পোপ আপ (pop up) উইন্ডো তৈরি করতে পারেন ।
- অডিও এবং ভিডিও প্লেয়ার তৈরি করতে পারেন ।
- সময়ের সঙ্গে এইচটিএমএল ডিজাইন পরিবর্তন করতে পারেন ।
- গেম তৈরি করতে পারেন ।
- ফর্ম ভেলিডেশন কাজ করতে পারেন ।
- ডাইনামিক ড্রপ ডাউন মেনু নিয়ে কাজ করতে পারেন ।
- অ্যালাট মেসেজ রাখতে পারেন ওয়েব পেজে ।
- আরও অনেক কিছু ।
লাইব্রেরী ও ফ্রেমওয়ার্ক :
জাভাস্ক্রিপ্ট এর কোডকে সংক্ষেপে লেখার জন্য আমরা বিভিন্ন লাইব্রেরী বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি । এর ফলে রান টাইম ও কোড লেখার সময় ও বাঁচে । যেমন সিএসএস (css) এর ফ্রেমওয়ার্ক Bootstrap ।
- ওয়েব ডেভেলপমেন্ট :
- JQuery
- Angular JS
- React JS
- Vue Js
- Node Js - এটি সার্ভার সাইট স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে ও কাজ করে ।
- ডেক্সটপ অ্যাপ ডেভেলপমেন্ট :
- Electron JS - এটি তৈরি হয়েছে Angular Js ও Node Js উভয়ের মাধ্যমে ।
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট :
- Angular Js
- React Js
- Vue Js
- React Native
- Node Js
নোট : Js এর অর্থ জাভাস্ক্রিপ্ট ।
কিভাবে কাজ করে :
জাভাস্ক্রিপ্ট মূলত ব্রাউজারে বিভিন্ন ইভেন্ট দ্বারা পরিচালিত হয় । যেমন :
- ক্লিক - যখন কোন ইউজার কোন বাটন বা অবজেক্টের উপরে ক্লিক করতে তখন জাভাস্ক্রিপ্ট কাজ করবে ।
- ডাবল ক্লিক - ইউজার যখন কোন বাটন বা অবজেক্টের উপরে ডাবল ক্লিক করবে ।
- রাইট ক্লিক - যখন ওয়েব পেজে রাইট ক্লিক করবে তখন কাজ শুরু হবে ।
- লোড - ওয়েব পেজটি যখন ব্রাউজারে লোড হবে তখন কাজ করবে ।
- আনলোড - যখন ওয়েব পেজ থেকে ইউজার বেরিয়ে যাবে তখন কাজ করানো যাবে ।
- স্ক্রল - ওয়েব পেজ স্ক্রল করলে কাজ করবে ।
- মাউস হভার - কোন ছবি বা অবজেক্টের উপরে যখন মাউস রাখা হবে তখন ও জাভাস্ক্রিপ্টকে কাজ করাতে পারি ।
- উইন্ডো রিসাইজ - ব্রাউজারের এর উইন্ডো যখন রিসাইজ করে ছোট বা বড় করা হবে তখন ও কাজ করানো যায় ।
- কীবোর্ড কী প্রেস - কোন কারনে ইউজার কীবোর্ড থেকে যখন কোন কী প্রেস করবে তখন ও জাভাস্কিপ্ট কাজ করতে পারে ।
শেখার জন্য কি কি জানা দরকার :
এইচটিএমএল ও সিএসএস এর ভালো ধারনা থাকতে হবে ।
No comments